
চাঁদপুর খবর রির্পোট: ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আমজাদ হোসেন শিপনকে সভাপতি ও জাহাঙ্গীর আলম নান্টুকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক কমিটি এবং ঈমাম হোসেনকে সভাপতি ও আমিন মিজিকে সাধারণ সম্পাদক করে ফরিদগঞ্জ পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
গতকাল ২৬আগস্ট (শনিবার) চাঁদপুর জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মো: ইউসূফ মিয়ায়ী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয় চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল আমিন খান আকাশ এ কমিটি অনুমোদন দেয়।
একই চিঠিতে উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদনের জন্য জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।