চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনির চৌধুরীর পিতা শাহতলী চৌধুরী বাড়ী নিবাসী মরহুম আব্দুল বারেক চৌধুরী’র পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও মরহুমের পরিবারের খোজঁখবর নেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
গতকাল ২৬আগস্ট (শনিবার) দুপুর ১টায় মরহুমের শাহতলীস্থ চৌধুরী বাড়িতে গিয়ে তিনি মরহুমের পরিবারের খোজঁখবর নেন।
এসময় মরহুমের পরিবারের খোজঁখবর নেন এবং মরহুমের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি মরহুমের কবরস্থানের গাইডওয়াল ও বাউন্ডারী করার ব্যবস্থা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রব ভূইয়া, চাঁদপুর জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন, চাঁদপুর জেলা আ’লীগ শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন,
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য মো: শরীফ হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আ’লীগের সদস্য দেবশীষ মধুকর, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাছিম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন লিটন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান পাটওয়ারী, সহ-সভাপতি আব্দুর রব মাষ্টার, চাঁদপুর পৌরস্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব সুমন , মরহুমের ছেলে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ শরীফ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী,
৯নং বালিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন , পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মোস্তফা চৌধুরী,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, স্থানীয় মো: ফখরুল ইসলাম খান বাক্কু, সমাজসেবক মো: নুরুল হক মুন্সি,মো: মাহবুবুল আলম খান বদু, স্থানীয় মো: দুলাল কারী ।
উল্লেখ্য, গত ২১আগস্ট (সোমবার) দুপুর ১টা ১৫মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২১আগস্ট বাদ আছর শাহতলী খানেকা শরীফ জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।