চাঁদপুর সদরে বিষয়ভিত্তিক শিক্ষকগনের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলাধীন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর ইংরেজি বিষয়ের সকল শিক্ষকদের নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এস ই ডি পি প্রোগ্রামের ডিসিমিনিসান অফ নিউ কারিকুলাম স্কিমের আওতায় নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকগনের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬আগস্ট (শনিবার) চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আদেশে রাত ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এর ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ও চাঁদপুর সদর উপজেলার মাস্টার ট্রেইনার এম. আব্দুল আজিজ শিশিরের সঞ্চালনায় ফলোআপ সেশনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন নিয়ে মতামত ব্যক্ত করেন মাস্টার ট্রেইনার সোহেলী সুলতানা, আমিরাবাদ জি কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল স্যার, বাবুর হাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেবিন্টন, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল, বালিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক অঞ্জন কুমার দে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শাকিল মজুমদার ও আল আমিন গাজী সহ অন্যান্যরা।

এসময় চাঁদপুর সদর উপজেলার অর্ধ শতাধিক শিক্ষক ফলোআপ সেশনে যোগদান করেন।

 

সম্পর্কিত খবর