সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ আগস্ট সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্মার্ট কর্নার ভার্চ্যুয়ালী উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীন দেশের মানচিত্র রচিত করেছেন।
আগামী জাতীয় নির্বাচন কে বানচাল করার ষড়যন্ত্র করছে একটি। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে। তাহলেই সম্ভব হবে স্মার্ট বাংলাদেশ গঠন করা। স্মার্ট কর্ণারের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। অনলাইন ক্যাম্পিং করতে আমাদের ছেলেমেয়েদের উৎসাহিত করব।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। যেখানে থাকবে আওয়ামী লীগের সব নেতাকর্মীর ডাটাবেজ। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্ণার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্ণার ভূমিকা রাখবে।
কবির বিন আনোয়ার আরও বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি গঠনের লক্ষে কাজ করে যাচ্ছেন। যেটি হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট হবে। তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে,ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মননে চিন্তায় সবদিক থেকে স্মার্ট হবে।’
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়রী দুলাল এর
সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুজিত রায় নন্দি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভূইয়া, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর হোসেন, আব্দুর রব ভূইয়া,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিনয় ভুষণ মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আঃ লতিফ,
জেলা আওয়ামী লীগের সদস্য মো.মনির হোসেন, জাকিয়া সুলতানা শেফালী , কচুয়া উপজেল আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা আঃলীগের সভাপতি হাজী হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন,
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্ট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহেদ সরকার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোরশেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ।