চাঁদপুরে এসডিজি অর্জন অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জন অগ্রগতি ও স্থানীয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ আগস্ট (শনিবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আখতার হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণে টেকসই উন্নয়নের যে রূপরেখা দিয়েছিলেন, দীর্ঘ ৪১ বছর পর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এ হুবহু তা প্রতিফলিত হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁরই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের নেতৃত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। সারা বিশ্বে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি একইসাথে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর দলিলে নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, এসডিজি’র মূল লক্ষ্য কাউকে পিছিয়ে রেখে নয়। আমেরিকান প্রতিষ্ঠান সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক চলতি ২০২৩ সালের মূল্যায়নে চলতিবছর ৩ ধাপ এগিয়ে ১৬৬ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১ তম।

এ তালিকায় ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১১২ ও ১২৮তম। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসডিজি অর্জনে আমরা সঠিক পথেই রয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত সচিব (এসডিজি) মনিরুল ইসলাম।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ডাঃ মোস্তাফিজুর রহমান।

শুরুতে অতিরিক্ত সচিব (এসডিজি) মনিরুল ইসলাম মহোদয় ‘বাংলাদেশে এসডিজি অগ্রগতি ‘ এবং এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত চাঁদপুর জেলা কমিটির সদস্য-সচিব ও চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ‘চাঁদপুর জেলার এসডিজি কার্যক্রম’ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত চাঁদপুর জেলা কমিটি’র সম্মানিত সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর