কচুয়া প্রতিনিধি : কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কাম প্রহরীদের চাকুরি জাতীয় করণের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ আগস্ট) দপ্তরী কাম প্রহরী এসোসিয়েশনের আয়োজনে উপজেলার পালাখাল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম মাহমুদ বলেন, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ শিক্ষার প্রসারে কাজ করছে।
এরই প্রেক্ষিতে দেশের ৪ লক্ষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন গ্রেড বৈষম্য দূর করাসহ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনিদের্শনায় আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেনী পেশার লোকজনকে আবারো স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকারে সমর্থন জানানোর আহবান জানান।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী এসোসিয়েশনের সভাপতি মো. মানিক হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শাহাদাৎ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ইসহাক সিকদার,সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি উৎপল মন্ডল, কচুয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য মো. আমির হোসেন,
হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। মতবিনিময় সভায় চাকুরি সরকারি করণের দাবীতে এসোসিয়েশনের পক্ষ থেকে ড. সেলিম মাহমুদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।