স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের ও সাধারণ জনগণের জীবন মান উন্নত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বেড়েছে অনেক। এতো উন্নয়নের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। সে ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
শনিবার (২৬ আগষ্ট) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজারস্থ বালুরমাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার মানুষের মন জয় করেই ক্ষমতায় এসেছ, আর ক্ষমতায় এসে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ৭৫ থেকে ২০০৮ পর্যন্ত যে অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেইনি। অন্যায়ের জবাব দিচ্ছি উন্নয়ন করে। ১৫ই আগষ্টের হত্যাকান্ডে মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল হোসাইন ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন।
আলোচনা সভা শেষে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।