চাঁদপুরে ক্রেতা সেজে ডাবের দোকানে ভোক্তার অভিযান

মাসুদ হোসেন : চাঁদপুর শহরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অফিসার ছদ্দবেশে ক্রেতা সেজে ডাবের তিন ব্যবসায়ীকে বর্ধিত দামে ডাব বিক্রি করার অপরাধে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা। একেকটি ডাবে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত মুনাফা করার বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা উচ্চ চাহিদার কথা বলেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

এসময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। চাঁদপুর শহরের বাস স্টান্ড, কালীবাড়ি, ছায়াবানীর মোড় এবং ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নুর হোসেন বলেন, গত কয়েকদিন যাবত আমাদের কাছে অভিযোগ আসছিলো যে, চাঁদপুর শহরে ডাবের দাম বৃদ্ধি। তাই ক্রেতা সেজে শহরের বিভিন্ন স্থানে ডাবের দাম জিজ্ঞেস করাতে ভিন্ন জন ভিন্ন ভিন্ন দামের কথা বলল। অর্থাৎ সািজ ভেদে ডাবের দাম ১২০ টাকা থেকে ১৫০ টাকা।

এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে উত্তর আসল ৭০-৮০ টাকা করে কিনে চড়া দামে বিক্রি করছে ডাব বিক্রেতারা।

তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তিকৃত অনেক রোগীর জন্য ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্য দুরূহ হয়ে পড়ছে। এই মর্মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তার স্বার্থ রক্ষার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩ জন ডাব বিক্রেতাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করে।

সম্পর্কিত খবর