মতলব উত্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভা

ফারুক হোসেনঃ মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ ও ছেংগারচর পৌর ছাত্রলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খাঁন।

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সানি এবং ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খাঁনের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি মো. রাজিব মিয়া।

আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোলাইমান রাজু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউছার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ তামিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাশরুল খান তামিম, সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু, পৌর ছাত্রলীগ নেতা রিফাত বাবু প্রমুখ।

এসময় উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর