শিক্ষামন্ত্রীর সাথে চাঁদপুর পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

ইব্রাহিম খান : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সাথে মতবিনিময় করেছে চাঁদপুর পৌর আওয়ামী লীগ।২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর চাঁদপুরস্থ বাসবভনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, আগামী ৪ মাস পর আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গুলোকে পূর্ণ গঠিত করতে হবে।নিজদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান করে এক হয়ে কাজ করতে হবে।এখন আর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সময় নেই।

আমি যখন ২০০৮ এ প্রথম নির্বাচন করতে এসেছিলাম তখন কিন্তু ভোটার দের বিভিন্ন ভাবে ভুল বুঝানো হয়েছিল। এমনকি তখন ভোটাররাও আমাকে ভালোভাবে চিনতো না।এতো প্রতিকূলতার মধ্যেও আমরা জয়লাভ করেছিলাম।তা সম্ভব হয়েছে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকার কারণে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সময় সাড়ে ৩ বছরে যেমন আমরা একটা ভালো জায়গায় চলে গিয়েছিলাম।ঠিক তেমনি ভাবে গত ১৫ বছর পূর্বের চেয়ে এখন দেশের মানুষ অনেক ভালো আছে। তা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার ফলে।

তিনি বলেন,আপনাদের এমপি যা ওয়াদা করেছিল তা কি পূরণ করেছে? আপনাদের এমপির জন্য আপনাদের কি কোন সম্মান খুন্ন হয়েছে? বরং গত ১৫ বছরে এই চাঁদপুর হাইমচরে যে উন্নয়ন হয়েছে তা ১০০ বছরেও হয়নি।এই উন্নয়নের কথা গুলো আপনাদের জনগণের কাছে তুলে ধরতে হবে।বিশেষ করে জনগণের কাছে সরকারের সকল উন্নয়ন তুলে ধরতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ।

পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় এসময় পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর