মতলব উত্তরে শত্রুতার জেড়ে কেটে দিল শতাধিক বাঁশ

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জেড় ধরে প্রায় ১০০ টিরও বেশি বাঁশ কেটে দিল প্রতিপক্ষ। গত ২৩ আগস্ট বুধবার বিকালে এ ঘটনা ঘটলে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই গ্রামের ক্ষতিগ্রস্ত মোঃ জাহাঙ্গীর বেপারী।

অভিযোগে বিবাদী করা হয় একই গ্রামের আয়েত আলী বেপারীর ছেলে মোঃ কবির বেপারী (৩৫), মৃত শহীদ উল্লার ছেলে সেলিম বেপারী (৪৫), জীবন বেপারীর ছেলে মিলাদ বেপারী (৪৫) নজরুল বেপারীর ছেলে স্বপন (৩৫) ও হেলাল বেপারীকে।

বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগন এক জোট হয়ে তার খরিদ সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করার পায়তারা ও ষড়যন্ত্র করিয়া আসছে। বুধবার বিকালে তার খরিদ সূত্রে প্রাপ্ত ৫২নং মমরুজকান্দি মৌজার, ৪৮৭ হালে ৯৫৪ দাগে বাঁশঝাড় ৪ শতাংশের আন্দরে ২ শতাংশ সম্পত্তিতে দখল করার উদ্দেশ্যে তার রোপনকৃত একটি কাঠ গাছ এবং বাঁশ ঝাড় হইতে প্রায় ১০০ টি বাঁশ কেটে জোর পূর্বক নিয়ে যাওয়ার সময় বাদী সাক্ষীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা প্রদান করলে অকথ্য ভাষায় গালমন্দ সহ মারধর করার জন্য লাঠি-সোটা নিয়ে দৌড়িয়ে আসে এবং প্রকাশ্যভাবে হুমকী দেয় যে, ঘটনার বিষয়ে কাউকে জানাইলে বা মামলা করিলে বিবাদীগন বাদী ও তার পরিবারের জান মালের ক্ষতি সাধন করিবে বলে হুমকি দেয়।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে বাদী জাহাঙ্গীর আলম বলেন, তারা আমার বাঁশগুলো কেটে নস্ট করাতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এমন একটা অমানসিক ঘটনায় আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে বিবাদী কবির হোসেন বলেন, জাহাঙ্গীরের সাথে আগে কথা হয়েছে বাঁশ কেটে নেওয়ার ব্যাপারে। কিন্তু কাটার আগে তাকে জানাইনি। এটা ভুল হয়েছে।

সম্পর্কিত খবর