স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করায় মোঃ হাসান মিয়া (২২) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস (১) ও এএসআই মিজানুর রহমান র্যাব এর সহায়তায় ঢাকা ডেমরা থানার আইডিয়েল রোড থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হাসান মিয়া শাহরাস্তি উপজেলার পরানপুর পাঁচআনী গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট মাদ্রাসা ছাত্রীকে শহরের ওয়ারল্যাছ এলাকা থেকে প্রেমের সম্পর্ক করে ঢাকা ডেমরায় তুলে নিয়ে ধর্ষণ করে মোঃ হাসান। ২২ আগস্ট মাদ্রাসা ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, ঘটনার পর মোঃ হাসান মিয়া পালিয়ে যায়। মঙ্গলবার রাতে প্রযুক্তির মাধ্যমে ও র্যাব এর সহায়তায় ঢাকা ডেমরা থানার আইডিয়েল রোড থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানায়, বুধবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।