বিশেষ প্রতিনিধি :ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পদকে ভূষিত হয়েছেন সাথী প্রিন্টিং এণ্ড প্যাকেজিং এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. নুরুউদ্দিন পাটোয়ারী। শুক্রবার (৯ জুন) বিকেলে পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ এর আয়োজনে তাকে এই পদকে ভূষিত করা হয়।
আলহাজ¦ নুরুউদ্দিন পাটোয়ারী মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মৃত হাজী ফজলুল হক পাটোয়ারীর ছেলে।
অনুষ্ঠানে নুরুউদ্দিন পাটোয়ারী ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারনে স্বশরীরে উপস্থিত হতে পারেননি। বিধায় ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শুভদীপ চক্রবর্তীর উদ্যোগে সম্মাননা পদক সহ আনুসাঙ্গিক পুরস্কার ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি গ্রহণ করেন।
ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সভাপতি শুভদ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও মোহাম্মদ আর কে রিপন, শাহআলম চন্নুু যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরস্কার পেয়ে ব্যবসায়ী নুরুউদ্দিন পাটোয়ারী বলেন, আমি মনে করি এই পুরস্কার সমগ্র্র বাঙালি জাতির। দূরদর্শিতার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ না করলে কখনোই সফলতা আসে না। স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্ন্ন থেকেই বন্ধু প্রতিম ভারতকে আমরা সব সময় পাশে পেয়েছি। আর এখানে এসে এই সম্মান প্রাপ্তির মাধ্যমে এক অনন্য অর্জন হয়েছে আমার। এই অর্জনে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই সুদৃঢ় লক্ষ্য নিয়েই সুখী, সমৃদ্ধ অর্থনীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে নিরলস কাজ করে যাচ্ছেন এবং বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। যার ফলশ্রুতি আজকের এই বাংলাদেশ। পরিশেষে তিনি ‘ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল’কে তাকে পুরস্কৃত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।