মতলব উত্তরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফারুক হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল,

বাগানবাড়ি ইউপি চেয়ার ম্যান আল-মামুন জমাদার, মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার বেলায়ত সহ সরকারি দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত খবর