ফরিদগঞ্জে কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

মামুন হোসাইনঃ ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আসৎকুয়ারী গ্রামের মোঃ আব্দুর রশিদ মিজির মেয়ে মোছাঃ মাহমিদা (২২) ২০ আগস্ট রবিবার সন্ধা ৬টা ৫০ মিনিটের সময় তাঁর নিজ গৃহে (বিল্ডিংএ) সিলিং ফ্যানের সাথে ওড়না জুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাহমিদা চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে ডিগ্রী ২য় বর্ষে পড়ে। গতকাল সারাদিন সে চাঁদপুরে কলেজের উদ্যেশ্যে চাঁদপুরে ছিল। সন্ধার পূর্বে বাড়িতে আসে, মাগরিবের আগে খাবার খেয়ে নিজ রুমে দরজা বন্ধ করে বিশ্রাম নেয়, তাঁর মা মাগরিবের নামাজ পড়তে যায়, ৫ রাকায়াত নামাজ শেষ করে মেয়েকে ডাকে, দরজা খোলার জন্য, কিন্তু মেয়ে দরজা না খোলা দেখে অন্যজনের সহযোগিতায় দরজা খোলে, পরে দেখে মাহমিদা ফ্যানের সাথে জুলে আছে।

পরিবারের নিজস্ব একজনের মাধ্যমে জানা যায়য়, ফাহমিদাকে একই ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের পুরান বাড়ির আব্দুল হালিমের ছেলে মোঃ রিয়াদ হোসেন ২০২১ সালে কোর্ট ম্যারেজ এর মাধ্যমে বিয়ে করে, কিন্তু এবিয়েটা ছিল ব্লাকমেইল।

রিয়াদ বিদেশে যাওয়ার আগে ব্লাকমেইল করে ফাহমিদাকে চাঁদপুর কোর্টে বিয়ে করে। পরে পারিবারিক ভাবে জানাজানি হয়। তার পরে ফাহমিদা রিয়াদকে বলে এবিয়ে পারিবারিক ও সামাজিক ভাবে যাতে পুনরায় অনুষ্ঠিত হয়। এসব নিয়ে ফাহমিদা ও রিয়াদের মধ্যে ভিতর গত দ্বন্দ্ব হয়। দারনা করা হয়েছে, ফাহমিদা ও রিয়াদ গতকাল চাঁদপুর একসাথে ছিলো। সন্ধায় বাসায় এসে রিয়াদের সাথে কথা বলে, কিছুকণ পরে গলায় ফাঁস দেয়।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্না বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি, লাশ নিয়ে আসছি থানায়, ময়না তদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হবে। এবিষয়ে তদন্ত চলবে, একটি অপমৃত্যুর মামলা হবে।

 

সম্পর্কিত খবর