চাঁদপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে পুলিশ সুপার সাইফুল ইসলাম

চাঁদপুর খবর রিপোর্ট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার অধীন চাঁদপুর জেলায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

গতকাল ২০ আগস্ট (রবিবার) চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্র সহ জেলার বিভিন্ন। পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার।

পরে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্পর্কিত খবর