সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা আগের তুলনায় এখন ভালো।’
বর্তমানে তাকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন জ্বর হওয়ার রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাছির উদ্দিন আহমেদের পরিপূর্ণ সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার দুইবারের সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার কারণে তিনি ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।