চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর বাজারে অপচিকিৎসার স্বীকার হয়েছেন যুবক মামুন হোসেন (১৯) ।
গত ১৩ আগষ্ট ফরিদগঞ্জের রামপুর বাজারে ইসলামী ডেন্টাল ক্লিনিকের ভূয়া সাটিফিকেটবিহীন ডেন্টিস্ট মো:সোহাগ কর্তৃক ডেন্টালের অপচিকিৎসার স্বীকার হয়েছেন যুবক মামুন হোসেন (১৯) ।
তার ৬টি দাঁত কেটে ছিদ্র করে দিয়েছে । ক্যাপ পড়ানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন ।
বর্তমানে অপচিকিৎসার স্বীকার মামুনের জীবন সংকাটাপন্ন । তার অপচিকিৎসার স্বীকার মামুনের বিদেশ যেতে পারছেন না ।
অভিযুক্ত ভূয়া সাটিফিকেটবিহীন ডেন্টিস্ট মো:সোহাগের বিচার দাবী করেছেন মামুন হোসেনের পিতা চাঁদপুর গনপূর্ত বিভাগের স্টাফ মো:সুমন মীর । এসব অভিযোগ নিয়ে গতকাল ২০ আগষ্ট অপচিকিৎসার স্বীকার মামুন হোসেনের পিতা চাঁদপুর গনপূর্ত বিভাগের স্টাফ মো:সুমন মীর দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে এসেছেন ।
তিনি এই ঘটনায় ফরিদগঞ্জের রামপুর বাজারের ইসলামী ডেন্টাল ক্লিনিকের ভূয়া সাটিফিকেটবিহীন ডেন্টিস্ট মো:সোহাগের বিরুদ্ধে আইনী ব্যবস্থা দাবী করেছেন ।
তিনি ফরিদগঞ্জে থানায় মামলা দায়ের করবেন বলে জানান । এ ব্যাপারে তিনি চাঁদপুর পুলিশ সুপার ,সিভিল সার্জন ও ফরিদগঞ্জ থানার ওসির সুদৃষ্টি কামনা কামনা করেছেন ।