বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের সাবেক ছাত্রলীগ নেতা,পুরানবাজার নূরানী নেট ফিসিং ইন্ডাস্ট্রির ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবদুল লতিফ মিয়ার মৃত্যুতে চাঁদপুর শহরের পুরানবাজার বাকালি পট্রি ও শরীয়তপুরে তার গ্রামের বাড়িতে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
কুলখানি অত্যান্ত ধর্মীয় ভাবগাম্বীজের মাধ্যমে ধর্মীয় প্রচলিত নিয়ম অনুযায়ী কুরআন খানী,মিলাদ ও দোয়া চাওয়ার মধ্যদিয়ে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন সে জন্য দোয়া করা হয়। গত শুক্রবার মরহুম লতিফ মিয়ার পূর্ব পুরুষের ও পিত্রালয়ের স্থান, পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ভূমঘাড়া ইউনিয়নের হাজী মরহুম আব্দুল আনিছ উদ্দিন বেপারীর নির্মিত মূলফৎগজ্ঞ মাদ্রাসা প্রাঙ্গনে কোরআন পাঠ,দোয়া মিলাদের আয়োজন করেন তার সন্তানরা। সেখানে আত্বীয় স্বজন,এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
এ ছাড়া গতকাল শনিবার(১৯আগস্ট) বাদ জোহর শহরের পুরানবাজার বাকালিপট্রি হাজী মরহুম আব্দুল করিম হাওলাদারের বাসভবনে এ কুলখানির আয়োজন করেন প্রয়াত আব্দুল লতিফ মিয়ার পরিবাবের পক্ষ থেকে তার ছেলে রেজানুল হাফিজ(রেজা),আফতাফ উদ্দিন(রানা),তাদের মামা রহমান হাওলাদার ও মোহাম্মদ আলী হাওলাদার।
এ সময় আলোচনা পর্বে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার বলেন,আমি এ অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ কালীন সময় ও তার পূর্বে থেকে এ অঞ্চলে আমার বসবাস। আমার বয়স বর্তমানে ৮০ বছরের উপরে।
দল ক্ষমতায় থাকাকালীন চাঁদপুরের মানুষের ক্ষতিকরিনাই বলে এখনও অনেক ভাল আছি। আমার বড় ধরনের কোন রোগ আল্লাহ দেননি। এ জন্য আল্লাহকাছে অনেক অনেক গুকরিয়া জ্ঞাপন করছি। আমি প্রয়াত আব্দুল লতিফ মিয়ার পিতা হাজী আনিছ উদ্দিন বেপারী ও আব্দুল করিম হাওলাদার এ ২টি পরিবারের সাথে বসবাস করতে গিয়ে পরিচিত ছিলাম।
আমার দেখা মতে ২টি পরিবারই এ পুরানবাজার এলাকায় ভাল মানের মানুষ হিসেবে তাদের বসবাস ছিল। তারা মানুষের কল্যানে কাজ করে গেছেন। তারা অত্যান্ত ভাল মানুষ ছিল। প্রয়াত আব্দুল লতিফ মিয়া সত্যিকার অর্থে একজন নম্র,ভদ্য ও নরম মনের মানুষ ছিল। সে কখনও মানুষের সাথে বিরোধ করে চলেনি।
সে ঠান্ডা মেজাজের মানুষ ছিল। লতিফ মিয়ার সাথে আমার অত্যান্ত ভাল সম্পর্ক ছিল। সে সব সময় আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলফেরা করতো। সে আমাকে অনেক বিশ্বাস করতো।
আমি মুক্তিযুদ্বকালীন মানুষের কোন প্রকার ক্ষতি হইতে দেইনি। মানুষ শান্তিতে বসবাস করুক এটা চেয়েছি। আমি বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন কালে কোন মানুষের বিরুদ্বে মামলা হতে দেইনি। রাজনীতি করেছি,সেটা রাজনীতির জায়গায়। রাজনীতি দিয়ে কার ক্ষতিকামনা করিনি।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মিলাদ শেষে মুনাজাত পরিচালনা করেন,পুরান বাজার মধ্য শ্রীরামদী কবরস্থান রোডস্থ মোহাম্মদিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফরিদ আহমেদ।
এ সময় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, মোহাম্মদিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী মো: তানভির,মো: রোমান,মো: তানজিল,মো: শিহাব ওমো: ইসমাইল হোসেন।
মিলাদ ও দোওয়ায় উপস্থিত থেকে প্রয়াত লতিফ মিয়ার জন্য দোয়ায় অংশনেন, পৌর কর্মচারী সংসদের সভাপতি ও পৌর প্রশাসনিক কর্মকর্তা মো: মফিজ উদ্দিন হাওলাদার, চাঁদপুর-৩,আসনের সাংসদ ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপির চাচা মো: শাহজাহান পাটওয়ারী, চাঁদপুর প্রেসকøাবের যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, প্রয়াত আবদুল লতিফ মিয়ার ছেলের শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী মো: বিল্লাল মিজি,প্রেসক্লাব সদস্য ও দৈনিক জনতার চাঁদপুর প্রতিনিধি মো: মিজানুর রহমান,
জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম চৌধুরী মাইনু,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জামিল হায়দার, সাবেক জেলা যুবলীগের সহ-সভাপতি মো: আব্দুল রহমান হাওলাদার, শহরের হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারেক হাওলাদার,মো: আব্দুল মালেক হাওলাদার,মো: কাদির হাওলাদার,মো: খালেক হাওলাদার, বিএনপি নেতা মো: জাহাঙ্গীর হোসেন বেপারী,২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: কামাল হাওলাদার ১নং ওয়ার্ড আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক দুলাল কাজী, শহর যুবলীগের সদস্য কালা,
আ’লীগ নেতা মোহম্মদ আলী হাওলাদার কুট্টি,শহরের প্রান পরিবেশক মো: হাসার আলী সেন্টু, চাঁদপুর সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মো: হোসেন আলী মিন্টু,ডাক্তার মো: গনি মুন্সি,ফয়সাল মুন্সিসহ অসংখ্য ধর্মপ্রান মুসলমানগন উক্ত কুল খানিতে উপস্থিত থেকে প্রয়াত আব্দুল লতিফ মিয়ার জন্য প্রান খূলে খোদার কাছে দোয়া করেন এবং মহান আল্লাহতালার কাছে তাকে বেহেস্তবাসী করার জন্যও ফরিয়াদ করেন।
উল্লেখ্য, প্রয়াত আবদুল লতিফ মিয়ার গত সোমবার(৮আগস্ট) রাত অনুমান সাড়ে ১১টায় ঢাকাস্থ মগবাজার এলাকার তার ছোট ভাই সেলিম মিয়ার বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।