মোঃ হোসেন গাজী : হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কালাচৌকি দার মোড়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দা আমিন হোসেন গাজীর ছেলে বিল্লাল গাজীর নামে হাইমচর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্বজন ও পুলিশ জানায়, গত (১০ আগস্ট ) রাত আনুমানিক ৮ টায় দিকে দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গাজী বাড়ির সম্মুখে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একাই ছিল। এ সময় একই গ্রামের আমির হোসেন গাজীর ছেলে বিল্লাল হোসেন গাজী, মালেক দর্জির প্রতিবন্ধী মেয়ে
(১৬) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ থেকে বাঁচতে কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে বিল্লাল গাজী পালিয়ে যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, কিশোরীর বাবা গত বৃহস্পতিবার বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। আসামী বিল্লাল হোসেন গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ঘটনায় স্থানীয় কিছু মুরুব্বী আসামি বিল্লাল গাজীর পক্ষ হয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা করছে বলে জানাযায়। ধর্ষণ কারি বিল্লাল হোসেন গাজী আরো একাধিক অপকর্মের সাথে জড়িত আছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।