চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের নিবাসী ও শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: আক্তার (৪২), পিতা মফিজুর রহমান এর মটর সাইকেল চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল ১৭আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত চোরদের আসামী করে এ অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে বলেন, ভাটেরগাঁও গ্রামের নিবাসী ব্যবসায়ী মো: আক্তারের অভিযোগ পেয়েছি । ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । সেই সাথে মটর সাইকেল উদ্ধার করতে এসআই কুদ্দুসকে দায়িত্ব দিয়েছি ।
অভিযোগে উল্লেখ করা হয়, আমার ব্যবহৃত নিম্ন তফসিলকৃত মোটর সাইকেলটি তালা দিয়ে রাখিয়া খাওয়া দাওয়া শেষে ঘুমাইতে যাই। পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে, আমার ব্যবাহৃত মোটর সাইকেলটি নেই। অজ্ঞাত চোর বা চোরেরা সুকৌশলে আমার ব্যবহৃত মোটর সাইকেল তালা ভেঙ্গে নিয়ে যায়। পরে আমি আশে পাশে অনেক খোজাঁখুজি করে আমার ব্যাবহৃত মোটর সাইকেলটির কোন সন্ধান পাই নাই। অজ্ঞাত চোর বা চোরেরা সু-কৌশলে উক্ত সময়ের মধ্যে আমার ব্যবাহৃত মোটর সাইকেলটি নিয়ে যায়।
উল্লেখ্য, ১৫আগস্ট রাত অনুমান সাড়ে ১১টায় বাদীর ভাটেরগাঁও গ্রামস্থ খান বাড়ী থেকে মটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।