স্টাফ রির্পোটার : সারাদেশের ন্যায় চাঁদপুরেও আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময়ে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে।
চাঁদপুরে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩ কেন্দ্রে অংশ নিচ্ছে ২০ হাজার ৮শ ৪ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে এবার ৩ হাজার ২৬ জন পরীক্ষার্থী ও ১টি কেন্দ্র বেশি। চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানা গেছে।
জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৭শ ৭৩ জন। কেন্দ্র ৩৪টি।
মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮ শ’৮ জন। কেন্দ্র ১১টি। ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শ’ ৯৪ জন। কেন্দ্র ৭ টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১২৯ জন। কেন্দ্র ১টি।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এসব নিয়ম নীতি মেনে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হবে।