চাঁদপুরে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চাঁদপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী র: এর গায়েবানা জানাজা গতকাল ১৬ আগষ্ট বুধবার বিকেল ৫:১৫ মিনিটে মাদরাসাতু ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসা গাছতলা ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান সঞ্চালনায় জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও: আব্দুর রহিম পাটওয়ারী। উক্ত জানাজা পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মাহাবুবু আলম বাবলু,

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, ছাত্র শিবিরের শহর সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ। জানাজার ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।

সম্পর্কিত খবর