চাঁদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা পর্যালোচনা সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পূলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে নিরাপত্তা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪আগস্ট (সোমবার) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে নিরাপত্তা পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।

জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্ত আলোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে সকল থানার ইউনিট প্রধানদের সাথে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এবং সকল থানার গুরত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় চাঁদপু্রের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর