চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ৭কেজি ২শ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাণ ১২আগস্ট (শনিবার) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী রবরব-৭ লঞ্চের দ্বিতীয় তালায় ব্লু রঙের ব্যাগ কাধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ৭টি প্যাকেট থেকে মোট-৭ কেজি ২শ গ্রাম (গাঁজা) উদ্ধাে করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মোঃ আমির হোসেন (২৫), গ্রামঃ মিবিকান্দী, পোঃ মধ্যনগর, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত মাদক গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক গাঁজা চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।