বিশেষ প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-গভার্নিং বডির দাতা সদস্য আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। অতঃপর শ্রেণি-শিক্ষকগণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে গভার্নিং বডির দাতা সদস্য আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন- ‘শিক্ষার্থীদের এ বিদায় শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময় তোমাদের এ প্রিয় প্রাঙ্গণে আসবে এটাই প্রত্যাশা।
এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার এবং গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তর চারিত্রিক সম্পদ। তোমাদের যাত্রাপথ নতুন নতুন সাফল্যে ভরে উঠুক, জীবন হোক সুন্দর ও সার্থক। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং তোমরাই হবে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের কাণ্ডারি। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।’
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে ও প্রভাষক এনামুল হক ও নেহাল আহম্মেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর আহম্মেদ, আ’লীগ নেতা রেহান উদ্দিন নেতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, প্রধান শিক্ষক নাজমুল আলম, শাহজাহান মিয়া, দ্বাদশ শ্রেণির ছাত্র মো. মিরাজ, একাদশ শ্রেণির ছাত্র মো. মহিন।
মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার ও একাদশ শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার।
পরে বিদায়ী শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।