গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ও ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের নদীভাঙ্গন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ আগস্ট শনিবার সকাল ১১ টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি বলেন আওয়ামীলীগ সরকারের কাছে জনগনের প্রত্যাশা বেশি। যিনি জনগনকে কিছু দিতে পারেন, জনগনের কল্যানে কাজ করতে পারেন সেই সরকারের প্রতি জনগনের চাওয়া এবং পাওয়ার ইচ্ছা বেশি থাকে। যে সরকার কোন দিন জনগনকে কিছু দিতে পারেনি,দেওয়ার ক্ষমতা নাই,ইচ্ছা নাই, তাদের কাছে জনগনের কোন প্রত্যাশা ও নাই।
বিএনপি জামাত সরকারের কাছে জনগন কিছু চায়নি,কারন তারা যানে যে সেই সরকার কিছুই দিতে পারবে না।এমনি বিএনপি জামাতের সময়ে যারা এমপি ছিলো তাদের বাড়ির রাস্তাটাও আমাদের সময়ে করে দেওয়া।
মন্ত্রী আরোও বলেন চাঁদপুরে নদীভাঙ্গন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তার সব টুকুই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। আগামী দিনেও চাঁদপুরে যে কাজ গুলো করা বাকী আছে তা সম্পন্ন করার জন্য শেখ হাসিনা সরকারকেই বার বার দরকার।আমি বিশ্বাস করি জনগন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। নদীভাঙ্গন থেকে চাঁদপুরকে রক্ষা করতে হলে নৌকাতেই ভোট দিতে হবে ।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন খান শামীম,১৩ নং পৌর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি,ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাসেম খান।
অনুষ্ঠানে বিষ্ণুপুর ও ইব্রাহিমপুর ইউনিয়নের ভাঙ্গন এবং শহর রক্ষা বাঁধ প্রকল্পের আলোচনায় সভায় প্রকল্পের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলো চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু,পিপি রনজিৎ রায়,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।