চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৩কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ কুমার দেখা এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে।

গতকাল ১১আগস্ট (শুক্রবার) কচুয়া থানাধীন খাজুরিয়া সানন্দকরা সাকিনস্থ মহিন উদ্দিন কবিরাজ বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর অবস্থান করে চেকপোষ্টে ৩কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ জাকির হোসেন (৫৪), পিতা-মৃত আকরাম মোল্লা, মাতা-কুলসুম বেগম, সাং-ইসলামপুর (মোল্লা বাড়ি), ৫নং ওয়ার্ড, ১৮নং মাঝিগাথি ইউপি, থানা-সদর, জেলা-গোপালগঞ্জ ২। বুলি আক্তার (২৮), স্বামী-শাহিদ মিয়া, পিতা-মৃত রফিক মিয়া, মাতা-তাহেরা বেগম, সাং-বারপাড়া (শফিক মিয়ার বাড়ি), ৬নং ওয়ার্ড, ৬নং জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জানায় যে, উদ্ধারকৃত ৩কেজি গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির নিকট হতে ক্রয় করেছে বলে স্বীকার করে। আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১৯(ক), নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর