বিশেষ প্রতিনিধি : চাঁদপুর নৌ-সীমানায় নৌ-পুলিশের বিশেষ অভিযানকালে ৫০জন আরোহীকে গ্রেপ্তার ও বালুবাহী ২৪ বাল্কহেড জব্দ করতে সক্ষম হয়েছে।
নৌ-পথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের বিশেষ অভিযানে বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার(১০আগস্ট) সকাল পর্যন্ত পদ্মা ও মেঘনায় অবৈধ বালুবাহী ২৪টি বাল্কহেড জব্দ করা হয়।
এ সব বাল্কহেডের কাগজপত্র না থাকায় ১৯টি বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫০ জন বাল্কহেডের শ্রমিক-কর্মচারীকে। নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সফিকুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত ডিআইজি মো. সফিকুল ইসলাম জানান, কাগজপত্র না থাকায় ১৯টি বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরো জানান,দেশের সাড়ে ৬ হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।
তিনি জানান, বাল্কহেডের কারণে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েক কজনের মৃত্যু হয়। এছাড়া নৌ ডাকাতি, এসব দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে নৌ পুলিশের আড়াইশ সদস্যসহ কর্মকতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো ছিলেন, পুলিশ হেডকোয়ার্টারের নৌ পুলিশ সুপার আহাদুজ্জামান, চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আশিকুজ্জামান।