হাপানিয়ায় স্ত্রীর মামলায় ইমরান খন্দকারসহ ৫জনের নামে চার্জসীট দাখিল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া নিবাসী ৮মাসের অর্šÍসত্ত্বা স্ত্রী জিলানী চিশতী কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার(১৯) এর এর দায়েরকৃত নারী নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩/২০২০ ইং)এর ১১ (গ) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় স্বামী ইমরান খন্দকারসহ ৫জনের নামে আদালতে চার্জসীট দাখিল করেছে পিবিআই চাঁদপুর ।

এর মধ্যে ৬নং আসামী মোস্তফা খান (৪৩) পিতা আজিজ খান আশিকাটি চাঁদপুর সদরকে অব্যাহতি অর্থাৎ তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমান পায়নি বলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন ।

যার স্মারক নং পিবিআই /চাঁদপুর /১৯২৭ তাং ০৩/০৮/২০২৩ । দীর্ঘ তদন্ত শেষে চাঁদপুর পিবিআই’র ইন্সপেষ্টর(নি:এম শামীম আহমেদ চাঁদপুরের নারী ও শিশু নিযাতন দমন আদালতেউক্ত চার্জসীট দাখিল করেন ।

চার্জসীটভুক্ত মামলার অপরাপর আসামীরা হলেন, ১ং আসামী স্বামী ইমরান হোসেন খন্দকার(২৮) পিতা হাজী আবুল কাশেম খন্দকার ,২নং আসামী আবুল কাশেম খন্দকার (৬৩) পিতামৃত আব্দুল জলির খন্দকার ৩ং আসামী মিসেস আফরুজা প্রকাশ শেফালী (৪৮)স্বামী হাজী আবুল কাশেম খন্দকার,৪নং আসামী বিবি উম্মে হানি ফারহাত (২১)পিতা হাজী আবুল কাশেম খন্দকার সর্ব সাং স্বর্ন খোলা রোড বাসস্ট্যান্ড সংলগ্ন কাশেম খন্দকার ভিলা চাঁদপুর ৫নং আসামী জান্নাতুল ফেরদাউস (২৬)পিতা হাজী আবুল কাশেম খন্দকার স্বামী মোস্তফা খান সাং আশিকাটি, চাঁদপুর সদর ।

চাঁদপুর পিবিআই সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া নিবাসী বাদী সুমাইয়া আক্তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দরখাস্ত নং ১১৫/২০০৩ তাং ২৭/০৪/২০২৩ইং এবং স্মারক নং ২৪৫৩ তারিখ ১০/০৫/২০২৩ খ্রি: মামলা দায়ের করেন । উক্ত দরখাস্তের পরিপ্রেক্ষিতে আদালত চাঁদপুর পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন ।

সেই আলোকে তদন্ত শেষে পিবিআই নারী নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩/২০২০ ইং)এর ১১ (গ) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় স্বামী ইমরান খন্দকারসহ ৫জনের নামে আদালতে প্রতিবেদন দাখিল করেন ।

এ ব্যাপারে হাপানিয়া নিবাসী সুমাইয়া আক্তারের পিতা মিজানুর রহমান খান দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমার মেয়েকে তার স্বামী-শশুরপক্ষ অমানষিক নির্যাতন করেছে । আমার মেয়ে ৮মাসের আর্ন্তসত্ত্বা।আমি বিপাকে আছি । আমি ন্যায় বিচার চাই । আশা করছি এখন আদালত থেকে পিবিআইর দাখিলকৃত প্রতিবেদনের আলোকে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে ।

সম্পর্কিত খবর