
স্টাফ রির্পোটার : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর কর্মসূচী পালন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি,
ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নুরনবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর কর্মসূচী পালন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে কর্মসূচী পালনের সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।