চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মানবিকতায় ৬বছর পর মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের নিকট ফেরত দিলেন চাঁদপুর জেলা পুলিশ।
গতকাল এ বিষয়ে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম জানান, এ মহৎ কাজটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধরণের মানবিক কাজ চাঁদপুর জেলা পুলিশ প্রতিনিয়ত করবে।
পরে ভারসাম্যহীন টিপুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবুল হোসেন মানিক গত ৩০জুলাই হতে অজ্ঞাতনামা ভবঘুরে মানসিক ভারসাম্যহীন পুরষকে দেখাশোনা করে আসছিল।
৩আগস্ট কনস্টেবল আবুল হোসেন মানিক তাকে আদালত চত্বর হতে উদ্ধার করে নিজ হাতে দাঁড়ি, চুল পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরিধান করিয়ে চিকিৎসার জন্য চাঁদপুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভর্তি করে তার চিকিৎসা ব্যয় বহন করে।
৭আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তির মোঃ টিপু (২৮), পিতা- মোঃ ছবির মিয়া, মাতা-নাসিমা খাতুন, সাং-পুরাতন চৌধুরী পাড়া, ৫নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা বলে তার পরিচয় জানা যায়।
উল্লেখ্য, কনস্টেবল আবুল হোসেন মানিক ইতি পূর্বেও কক্সবাজার জেলা পুলিশে কর্মরত থাকাকালীন ৯জন, চট্টগ্রাম শহর হতে ৩জন, নোয়াখালী সদর হতে ১জন, লক্ষীপুর সদর হতে ৪জন এবং চাঁদপুর জেলা সদর হতে টিপুসহ ৫জন সর্বমোট ২২ জন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন পুরুষ ও মহিলা উদ্ধার করে চিকিৎসা দিয়ে তাদের অভিভাকদের নিকট হস্থান্তর করে মানবিকতার পরিচয় দেন।