কচুয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : মাননীয় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্থান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান।

৮ আগষ্ট মঙ্গলবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমি ও গ্রহহীন পরিবারের মাঝে ৯ আগষ্ট বুধবার ভূমি ও ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

এসম তিনি বলেন,মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ন্যায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯ আগস্ট বুধবার কচুয়ায় ৩৮টি পরিবারের মাঝে জমি ও ঘর আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে হস্তান্তর করবেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘর গুলো হস্তান্তরের মধ্য দিয়ে কচুয়াকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে।

তিনি আরো বলেন,কচুয়া উপজেলার ৩টি স্থান মনপুরা,নাউলা,চক্রায় ৩৮টি ঘর হস্তাস্তরের জন্য সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রেস ব্রিফিংকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ কচুয়া প্রেসক্লাবের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রসংগত: কচুয়া বিভিন্ন পর্যায়ে ৫৫টি পরিবারকে ইতিমধ্যে পুর্নবাসন করা হয়েছে।

প্রেস ব্রিফিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান প্রেসক্লাবের সাংবাদিকদেরকে নিয়ে নাউলা আশ্রায়ন কেন্দ্র পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর