মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহায়ক হযরত আলী গুরুত্বর অসুস্থ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হযরত আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় গতকাল ৮আগষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বতমানে তাকে হাসপাতালের নিচতলায় নিবির পরিচর্যা কেন্দ্রের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে (কেবিনে ) চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল ৮আগস্ট (মঙ্গলবার) সকালে ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সতযোগিতায় তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে অসুস্থ অফিস সহায়ক হযরত আলীর দেহে ডেঙ্গু পজিটিভ(সনাক্ত) পাওয়া যায় ।

জানা গেছে, দু’দফা অফিস সহায়ক মো: হযরত আলীকে দেখতে ও খোঁজখবর নিতে চাঁদপুর সদর হাসপাতালে যান ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তার পুরো চিকিৎসার দায়িত্ব নেন তিনি । সেই সাথে তার শারিরীক অবস্থার সাবক্ষনিক মনিটরিং করছেন ।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের একজন অফিস সহায়ক সাইফুলকে সাবক্ষনিক সেবা করার জন্য হাসপাতালে রাখা হয়েছে । তার অবস্থা কিছুটা উন্নীতর দিকে বলে জানান কতব্যরত ডাক্তার । তিনি সবার নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ।

এদিকে এদিন বিকেলে হাসপাতালে অফিস সহায়ক হযরত আলীকে দেখতে মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক তহমিনা আক্তারসহ শিক্ষকৃবৃন্দ তাকে দেখতে যান ।

জানা গেছে,হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের ডাক্তার ও জরুরী বিভাগের কতব্যরত ডাক্তার ,ব্রাদার ও র্নাসগন চিকিসা দিচ্ছেন ।

পরে সাবিক সহযোগিতার জন্য তিনি চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহাবুবুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত খবর