চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ আগস্ট (সোমবার) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।