চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর সাথে চাঁদপুর জেলা চেম্বার অব কমার্স ও সুধীজন শুভেচ্ছা বিনিময় করেছেন।
গতকাল ৭আগস্ট (সোমবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার চেম্বার অব কমার্স ও সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।কে চাঁদপুর জেলার চেম্বার অব কমার্স ও সুধীজনদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে পুলিশ সুপার উপস্থিত চাঁদপুর চেম্বার অব কমাসের সভাপতি আলহাজ্ব জাহাগীংর আখন্দ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমাসের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলাকে “অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের ভিশন। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে। কোন থানায় যেন দালাল প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।