চাঁদপুর জেলার প্রখ্যাত আলেমেদ্বীন শাহতলী কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল হক (রহ:) এর স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়েছে মাও: আমিনুল হক ফাউন্ডেশন।
শনিবার (০৫ আগস্ট) ফাউন্ডেশনের উদ্যোগে সকদি পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মরহুমের বড় ছেলে মাওলানা মোঃ ইমদাদুল্লাহ বৃক্ষ রোপন উদ্ভোধন করেন। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিভিন্ন ফলজ চারা ও এলাকার বিভিন্ন মসজিদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইছহাক, মোঃ আনাছুর রহমান, মোঃ মুজাহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, মাওলানা আমিনুল হক (রহ:) চাঁদপুর জেলার হাজীগঞ্জ আলীয়া মাদরাসার অধ্যক্ষ, শাহতলী মাদরাসার ভাইস প্রিন্সিপাল সহ দেশের আরো বিভিন্ন প্রতিষ্ঠানে শায়খুল হাদিস ছিলেন। তিনি ২০১০ সালের ২ মার্চ ইন্তেকাল করেন।