স্টাফ রিপোর্টার : পরকীয়া প্রেমে আসক্ত হয়ে প্রবাসীদের স্ত্রীরা সন্তান রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। পরকীয়ায় সবচেয়ে বেশি চাঁদপুর ফরিদগঞ্জে প্রবাসীদের স্ত্রীরা সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে অজানার পথে।
তেমনি একটি ঘটনা ঘটেছে চাঁদপুর ফরিদগঞ্জ গাজীপুর ইউনিয়নের দুবাই প্রবাসী সোহেল পাটোয়ারীর স্ত্রী এক সন্তানের জননী রিমা আক্তার পরকীয়া প্রেমিককে হাত ধরে পালিয়ে গেছে।
প্রবাসীর বোন জামাই গাজীপুর মানিকরাজ কালাজি তালুরদার বাড়ীর লাল মিয়ার ছেলে রাছেল তালুরদার তার এক মাসের সন্তান ও স্ত্রীকে রেখে প্রবাসী শালার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে।
এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
রাসেল তালুকদারের স্ত্রী তাছলিমা বেগম জানায়, বড় ভাই সোহেল তালুকদারের স্ত্রী রিমা আক্তারের সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে রাসেল।
ঘটনার পূর্বেই পরিকল্পিতভাবে সমিতি থেকে দেড় লক্ষ টাকা ঋণ উঠিয়ে ও ভাইয়ের স্বর্ণলঙ্কার টাকা পয়সা নিয়ে রাসেল রিমাকে নিয়ে পালিয়ে যায়।
রাসেলের পূর্বেও এক এক করে তিনটি বিয়ে করেছে। অবশেষে শালার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল। তারা বর্তমানে অবৈধভাবে ঘর-সংসার করছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই দুজনের।