চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহর নেতৃত্বে চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার রামপুর ইউনিয়নে নকল জর্দা কারখানা আবিষ্কারসহ বিপুল পরিমাণ জর্দাসহ একজন আটক করা হয়েছে।
৭আগস্ট চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ও চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অবৈধ জর্দার কারখানা সিলগালা করেন। একই সাথে তিনলক্ষ টাকা জরিমানা করেন।
গ্রাম অঞ্চলে প্রশাসনের চোখ আড়াল করে অবৈধভাবে গড়ে উঠেছে নকল জর্দা কারখানা। চাঁদপুর ডিবি পুলিশের চৌখশ টিম অভিযান চালিয়ে নকল জর্দা কারখানা আবিষ্কার করেছে। অবশেষে নকল হাকিমপুরী জর্দা বিভিন্ন কোম্পানির জর্দাসহ রিপন মিজিকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকদিপাঁচগাও মজিদ মিজি বাড়িতে কারখানার মালিক আজাদ মিজি দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্র্যান্ডের নকল জর্দা তৈরি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই মাজারুল হক সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালায়।
এসময় নকল হাকিমপুরী জর্দা চারবস্তা, আজাদ হাকিম পাতা চারবস্তা, আকিজ জর্দা চারবস্তা, তামাকের গুড়া ৫বস্তা, অটো প্যাকিং মেশিন দুইটি, কৌটা জোড়া লাগানো মেশিন একটি, কৌটা কাটিং মেশিন ছয়টি সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে।
পরে চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকল জর্দা’র কারখানার মালিক আজাদের ভাই রিপন মিজিকে তিনলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিনিয়ত নকল ভেজাল মজুদকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা পুলিশ সব সময় এসকল ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। এর সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি, নকল জর্দার কারখানার মালিক আজাদ চট্টগ্রামে তার একটি অবৈধ জর্দার কারখানা ছিল। ভ্রাম্যমান আদালত বিপুল পরিমাণ অবৈধ জর্দা সহ সেই কারখানাটি সিলগালা করে দেয়। অবশেষে সেই আজাদ তার গ্রামের বাড়ি রামপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবত অবৈধভাবে নকল জর্দার কারখানা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
রামপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে কারখানা দিয়ে এই নকল পণ্য তৈরি করে। এছাড়া এই অসাধু ব্যবসায়ী আজাদ স্থানীয় কিছু ব্যক্তিদের টাকার বিনিময়ে ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যায়। সে হাকিমপুরী নকল জর্দা তৈরি করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বাজারে বিক্রি করে। এই অবৈধ ব্যবসায়ী আজাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান এলাকার সচেতন মহল।