কচুয়া ও শাহরাস্তি থানা পরিদর্শনে নবাগত এসপি সাইফুল ইসলাম

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম কচুয়া ও শাহরাস্তি থানা আকষ্মিক পরিদর্শন করেছেন।

গতকাল ৬আগস্ট (রবিবার) কচুয়া ও শাহরাস্তি থানা পরিদর্শন করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কচুয়া ও শাহরাস্তি থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা প্রদান, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করবেন। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করা, থানা এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা করতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে থানা এলাকার আশপাশের খালি জায়গা বিভিন্ন ধরনের সবজি চাষ ও পুকুরে মাছ চাষ করতে হবে। কোন জায়গা খালি রাখা যাবেনা।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর