স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
রোববার ( ৬ আগষ্ট ) সকাল ১০ টায় জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃষ্টির মধ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন ।
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ , ফোরামের নেতা অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাড: এমরান হোসেন, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ।
এসময় ফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন ।