শাহমাহমুদপুরে জনতার হাতে অটো চোর সন্দেহ ড্রাইভারসহ ৩জন আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে অটো চোর সন্দেহে ড্রাইভারসহ ৩জনকে আটক করেছে স্থানীয় জনতা ।

গত ৫ আগষ্ট দিবাগত রাতে স্থানীয় জনতা চোর সন্দেহে তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয় ।

গতকাল ৬আগস্ট (রবিবার) ভাটেরগাঁও গ্রামে সকালে জনতা কর্তৃক আটককৃতদের এএসআই অহিদ উল্লাহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে,জনতা কর্তৃক আটককৃতরা হলেন,রনজিত চন্দ্র দাস (৩০)পিতা তপন চন্দ্র দাস পৃব শ্ররামদী পুরানবাজার চাঁদপুর ,ঽদয় চন্দ্র সরকার (২৫) পিতা খেলা চন্দ্র সরকার পৃব জাফরাবাদ পুরানবাজার চাঁদপুর ও অটোর ড্রাইভার ওমর ফারুক (২৮)লক্ষীপুর ইউপি চাঁদপুর সদর ।

আটককৃত ৩সদস্যকে জনতা কর্তৃক চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এ এসআই অহিদ উল্লাহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার এ এসআই অহিদ উল্লাহ গতকাল ৬ আগষ্ট সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে জানান, ভাটেরগাঁও গ্রামে জনতার হাতে অটো চোর সন্দেহে ড্রাইভারসহ ৩সদস্যকে আটক করে । ড্রাইভার ওমর ফারুক রাতে বাবুরহাট থেকে ওই দুই চোরকে নিয়ে ভাটেরগাঁও গ্রামে যান । সেখানে চোর সন্দেহে তাদেরকে জনগন আটক করে ।

ড্রাইভার ওমর ফারুকের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই ।তাই তাকে ৩৪ ধারায় কোটে চালান দেই । আর বাকী দুই চোর পৃব শ্ররামদীর রনজিত চন্দ্র দাস, পৃব জাফরাবাদের ঽদয় চন্দ্র সরকারকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে ।উক্ত দুইজনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিলো ।

ঘটনাটি গ্রাম পুলিশ বাদশাও তাৎক্ষনিক দৈনিক চাঁদপুর খবরকে জানিয়েছি ।

সম্পর্কিত খবর