চাঁদপুর খবর রির্পোট: সরকারের মৎস্য অধিদপ্তর থেকে ঘোষিত ৬৫দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চলতি মৌসুমে এই প্রথম ইলিশের আমদানি চাঁদপুরে বেড়েছে। দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র্রে চাঁদপুর মাছঘাটে একদিনের ব্যবধানে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুন।
বৃহস্পতিবার(৩আগস্ট) চাঁদপুর মাছ ঘাটের আড়তগুলোতে ইলিশ আমদানি হয় ১৫০মণ। আজ শুক্রবার(৪আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশ মাছ আমদানি হয়েছে প্রায় ৩০০মণ। দামও তুলনামূলক কিছুটা কমেছে।
সকাল ১১টায় মাছঘাটে গিয়ে দেখাগেছে ইলিশ বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে আড়ৎগুলো। পাইকারী বিক্রেতা, খুচরা ক্রেতা ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণা লের নোয়াখালি, হাতিয়া ও ভোলা অ ল থেকে ট্রলার ও সড়ক পথে ট্রাকে করে ইলিশ আসতেছে চাঁদপুর মাছ ঘাটে।
বেশ কিছু সময় ঘাটে অবস্থান করার পর দেখাগেছে, মাছঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী দিয়ে আসা ট্রলারগুলো থেকে শ্রমিকরা ইলিশ আড়তে এনে স্তুপ করে রাখছে। এরপর হাকডাক দিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। আবার কিছু ইলিশ রপ্তানি করার জন্য বাক্স ভর্তি করছেন অসংখ্য শ্রমিকরা। আবার খুচরা কেনার জন্য স্থানীয় ক্রেতারা ভীড় জমিয়ে অবস্থান করছে।
মেসার্স কালু ভুইয়া মৎস্য আড়তের ম্যানেজার মো. ফারুক মিজি জানান, আজকের বাজারে ২৫০ গ্রামের অর্থাৎ ৪টায় কেজি ইলিশ প্রতিমণ পাইকারী বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকা। ৫০০গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৪৮-৫০ হাজার টাকা। আর দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৭শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা। তবে বড় সাইজের ইলিশের সংখ্যা কম দেখা যায় এ সময়।
তিনি আরো জানান, গত এক সপ্তাহে ইলিশের আমদানি কম ছিল। তবে সাগরে নি¤œচাপ থাকার কারণে দক্ষিণা লের জেলেরা মাছ আহরণ থেকে বিরত ছিল। যার ফলে বুধবার ও বৃহস্পতিবার আহরণকৃত সব ইলিশ আজকে মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসে বিভিন্ন অ লের পাইকাররা।
চাঁদপুর মৎস্য ও বনিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক হাজী মো. সবে বরাত সরকার জানান, নদীতে পানি বৃদ্ধি ও বৃষ্টি হওয়ার কারণে জেলেরা আগের চাইতে ইলিশ কিছুটা বেশি পাচ্ছেন। বৃহস্পতিবার ঘাটে ইলিশ আমদানি হয়েছে ১৫০ মণ। আজকে আমদানি হয়েছে প্রায় ৩০০মণ। স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ গতকাল আমদানি হয়েছে ১৫মণ। আজকে আমদানি হয়েছে প্রায় ৩০মণ। আশা করছি নদীতে পানি ও বৃষ্টি অব্যাহত থাকলে ইলিশের আমদানি আরো বৃদ্ধি পাবে।
এ জেলার মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, গত ১০ দিন আগেও ইলিশের সরবরাহ খুবই কম ছিল। দামও ছিল অনেক চড়া। গত দুইদিন ইলিশের আমদানি প্রচুর বাড়ার সাথে সাথে দামও কমেছে অনেক। আমরা মাছঘাটের ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। বর্তমান সময়ে আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টি ও নদীতে পানির ¯্রােত বৃদ্ধি পাওয়ায় ফলে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে পূর্বের চাইতে অনেক বেশী।