শহীদ শেখ কামালের জন্মদিনে চাঁদপুর পৌরসভার শ্রদ্ধাঞ্জলি

সাইদ হোসেন অপু চৌধুরী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী স্পোর্টিংয়ের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭৪তম জন্মদিনে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে শনিবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়া, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাত বরণ করেন শেখ কামাল। ওই সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এম এ শেষ পর্বের পরীক্ষা দিচ্ছিলেন।

সম্পর্কিত খবর