শাহতলীতে বসতঘরে চুরি : চাঁদপুর মডেল থানায় অভিযোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের তপাদার বাড়ি নিবাসী যুবলীগ নেতা মো: রাজু তপাদার এর বসতঘরে দুধষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টায় তার বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ৫ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয় । ঘটনাটি তদন্তের দায়িত্ব দিয়েছে এসআই কুদ্দুসকে ।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মো: রাজু তপাদার এর ছোট ভাই মোঃ রাশেদ হোসেন তপাদার, পিতা-মোঃ আবুল হোসেন তপাদার, মাতা-নাসিমা বেগম, সাং-শাহতলী, ওয়ার্ড নং-৪, পো: শাহতলী, থানা : চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৩টায় আমার বসত বাড়ির ১তলা ভবন বিশিষ্ট সদর দরজা সংযুক্ত আংটা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে। আমার বাসার পশ্চিম পাশের সয়ন কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙ্গে আলমারির জিনিসপত্র এলোমেলো করে রাখে এবং স্টিলের আলমারির ২টি ড্রয়ার এবং তস্থিত জিনিসপত্র সহ খাটের ওপরে রাখে। ড্রয়ারের ভিতরে লকারে রক্ষীত ২ভরি ওজনের চারটি নাক ফুল, গলার চেইন ও নগদ ৬০হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়।

মোবাইল ফোনগুলো হলো- ১। Relme X2- IMEI 1861392049891038, IMEI 2-861392049891020, ২। REDME NOTE 10 PRO MAX IMEI 1-864017054411854, IMEI 2-864017054411862। পরে অজ্ঞাতনামা চোরেরা সব কিছু এলোমেলো রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সম্পর্কিত খবর