মামুন হোসাইনঃ ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যড. জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ কামাল পড়াশোনা, রাজনীতি, খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে সমান ভাবে অবদান রেখেছেন। শেখ কামাল যদি বেঁচে থাকতেন তাহলে আজকের এই উন্নয়নশীল বাংলাদেশ আমরা অনেক আগেই অর্জন করতে পারতাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ তপদার ও ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি নুরুন্নবী নোমান।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।