মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলা ৩নং খাদের গাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঘিলাতলী গ্রামের মরহুম দেলু মেম্বার বাড়িতে এ ঘটনাটি ঘটিয়াছে।
সরেজমিন জানা যায়, দেলু মেম্বার বাড়ির প্রবাসী জীবিকার তাগিদে বিদেশ পারি জমান অবর্তমান তার স্ত্রী এক সন্তানের জননী এসএসসি পাশ ছেলেকে নিয়ে প্রবাসী মনিরের ঘর দেখবালের দায়িত্ব পালন করে থাকলেও প্রতিবেশী রবিউলের ছেলে প্রাইভেট কার চালক মোঃ ফয়সালের কুনজরে স্বীকার হন প্রবাসী মনিরের স্ত্রী।
পরকীয়ার বেড়াজালে পরে গত ৩০জুলাই মনিরের বসতঘরের পাশেই রাত নয়টায় আপত্তিকর ঘটনা ঘটেছে বলে জানান একই বাড়ির রাজন নামে এক ব্যাক্তি। বিষয়টি রাজন ও সংঘবদ্ধ যুবকদের দৃষ্টি গোছরে ঘটনার দিন রাতেই বাড়ির সমাজসেবক খলিল কাজীর (নিকাহ কাজে সহকারী) নেতৃত্বে ঘটনা ধামাচাপায় সালশী বৈঠক বসে । এতে অসামাজিক ঘটনার উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অভিযুক্ত ফয়সালকে ১লাখ টাকা জরিমানার রায় প্রদান করে ওই রায় বস্তবায়নে ফয়সাল নগদ ৪ (চার) হাজার টাকা প্রদান করে সালিশী বৈঠকে।
নাম প্রকাশে একাধিক যুবক বলেন, অভিযুক্ত ফয়সাল এলাকায় দির্ঘ্যদিন যাবত মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে ।
রফাদফাকারী খলিলুর রহমান কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীর নিকট ঘটনা সত্যিতা ও অভিযুক্ত দু’জনেই বাড়ীতে নেই। আমি তাদের সাথে কথা বলে আপনাদের সাথে যোগাযোগ করবো ।
এ বিষয়ে ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা খন্দকার বলেন,ঘটনাটি লোক মুখে শুনেছি । তবে অন্যায় কারীদেয় প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি । সালিশ বৈঠক পর অভিযুক্ত দৃজই গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ধরনের অসামাজিক কাজকে হালকা ভাবে না দেখে দৃষ্টান্তমুলক বিচার দাবী করছেন প্রতিবেশীসহ এলাকাবাসী।