চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩’ প্রদানের নিমিত্ত বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ দল ব্যক্তিগণের থেকে আবেদন আহবান করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩’ প্রদানের নিমিত্ত আবেদন আহবান করা হয়।
আহ্বান পত্র থেকে জানা যায়, ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ক্রেস্ট সম্মন্ননা পত্র ও নগদ জনপ্রতি ১লক্ষ টাকা প্রদান করা হবে। দলগত আবেদনের ক্ষেত্রে দলের সকল সদস্যকে ক্রেস্ট সম্মন্ননা পত্র ও নগদ জনপ্রতি ৫০হাজান টাকা এবং দলের সদস্য ৫জনের বেশি হলে ২লক্ষ ৫০হাজার টাকা সমভাবে বন্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেস্ট সম্মন্ননা পত্র ও লাপটপ প্রদান করা হবে।