মতলবে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌর কমিটির কার্যক্রম স্থগিত

স্টাফ কোয়ার্টার : নির্ধারিত মেয়াদ অনেক আগেই শেষ হওয়ায় মতলব দক্ষিণ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত বুধবার রাতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির কার্যক্রম স্থগিত করার কথা জানানো হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কার্যক্রম স্থগিত করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

জানা গেছে, ২০০১ সালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি করা হয়। ৫১ সদস্যের কমিটিতে আইনজীবী মো. শাহ আলমকে আহবায়ক ও শ্যামল চন্দ্র দাসকে যুগ্ম আহবায়ক করা হয়। এ ছাড়া ২০১৪ সালে স্বেচ্ছাসেবকলীগের উপজেলার মতলব পৌর শাখার আহবায়ক কমিটি করা হয়। ৫১ সদস্যের ওই কমিটিতে আবুল কালামকে আহবায়ক ও কামাল ফরাজীকে যুগ্ম আহবায়ক করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা বলেন, তাঁর সংগঠনের উপজেলা ও পৌর শাখার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কারণে দলটির সাংগঠনিক কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা লক্ষ করা গেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনটিকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ওই দুই কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।

সম্পর্কিত খবর