চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বিপিএম(বার) পিপিএম এর পক্ষ থেকে চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম’কে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ২আগস্ট (বুধবার) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বিপিএম(বার) পিপিএম চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম’কে বরণ করে নেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি নবাগত পুলিশ সুপারের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম), রেঞ্জ অফিসের সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সকলসহ সহকারি পুলিশ সুপার’গণ উপস্থিত ছিলেন।